প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৩ শতাংশ

Date: 2023-04-05 17:00:27
প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ২৩ শতাংশ। মুনাফা বাড়লেও আগের হিসাব বছরের ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য একই পরিমাণে অর্খাৎ সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে প্রাইম ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯৯ কোটি টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৩২৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৭৪ কোটি টাকা বা ২২ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ২৬ পয়সা। এদিকে ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ মে বিকাল ৫টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ২৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ১৫ পয়সায়।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। ২০১৮ সালে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন। ২০১৭ সালে মোট ১৭ শতাংশ লভ্যাংশ দেয় ব্যাংকটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭২০ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর ৩৯ দশমিক ২১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৮ দশমিক ৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।ডিএসইতে গতকাল প্রাইম ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২০ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৮ টাকা ৫০ ও ২২ টাকা ৮০ পয়সা।

Share this news