পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড অনুমোদন
![পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড অনুমোদন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4621/555-555Power-grid.webp)
পুঁজিবাজারে তালিকাভক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডররা।শনিবার (২১ জানুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এই এজিএম সভায় অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।এজিএমে সভাপতিত্ব করেন পিজিসিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। শেয়ারহোল্ডারগণ এবং কোম্পানির পরিচালকবৃন্দ অনলাইন এজিএম-এ উপস্থিত ছিলেন।কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া।সভায় জানানো হয়, আলোচ্য ২০২১-২০২২ অর্থবছরে পিজিসিবি টাকা ১২২.৯২ কোটি করপরবর্তী মুনাফা অর্জন করেছে। পূর্ববর্তী অর্থবছরে টাকা ৩২০.৮১ কোটি করপরবর্তী মুনাফা হয়েছিলে। এবার কোভিড পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে। ফলে কোম্পানির আয় তুলনামূলক কম হয়েছে।এজিএম-এ কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যাতীত অন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান শেয়ারহোল্ডারদের আস্থা ও ভালোবাসায় আগামী দিনে কোম্পানি আরও এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।