পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

Date: 2023-02-26 20:00:22
পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।আজ ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার।সোমবার ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির।

Share this news