পাঁচ হিসাব বছরে লভ্যাংশ দেবে না

Date: 2023-07-23 17:00:09
পাঁচ হিসাব বছরে লভ্যাংশ দেবে না
ছয় বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে সম্প্রতি উচ্চ আদালতের কাছ থেকে অনুমোদন নিয়েছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত সমস্যাগ্রস্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ছয় হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এ সময় ২০২২ হিসাব বছর বাদে বাকি পাঁচ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পর্ষদ। স্ক্র্যাপ ও কারখানায় থাকা অবশিষ্ট তৈরি পোশাক পণ্য বিক্রির আয় থেকে এ লভ্যাংশ দেয়া হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৮ আগস্ট কারখানা প্রাঙ্গণে বিকাল ৫টায় এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই।

Share this news