অ্যাকটিভ ফাইন ও লাভেলোর সঙ্গে বিএসইসির বৈঠক

Date: 2022-12-12 04:00:19
অ্যাকটিভ ফাইন ও লাভেলোর সঙ্গে বিএসইসির বৈঠক
শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাকটিভ ফাইন কেমিক্যাল এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিমের পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট কর্মকর্তা এবং উল্লিখিত নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।অ্যাকটিভ ফাইন কেমিক্যালসকে দেওয়া বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিএসইসির এসআরএমআইসি বিভাগের সঙ্গে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং কোম্পানিটির নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর সঙ্গে বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।অপরদিকে, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেও সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।প্রসঙ্গত, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আর্থিক দুর্বলতা অনুসন্ধানে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরই পরিপ্রেক্ষিতে কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। তবে, কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জানায় নিরীক্ষক। পরে কোম্পানিটিকে কারণে দর্শানোর জন্য তলব করা হয়। এরই ধারাবাহিকতায় নিরীক্ষক নির্ধারিত সময়ের পর আরও কিছু সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করে। পরে নিরীক্ষককে প্রতিবেদন জমা দিতে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।বিএসইসির চিঠিতে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বিশেষ নিরীক্ষার অবস্থা সম্পর্কে উল্লেখ করে বলা হয়, নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগের বিষয়ে এর আগে প্রথমবার কমিশন ১৬ সেপ্টেম্বর, ২০২১ একটি চিঠি জারি করে। পরবর্তীতে ২০২১ সালের ১ নভেম্বর, ২০২২ সালের ২৫ মে ও ১৬ অক্টোবর তিনিটি চিঠি কমিশনের কাছে পাঠায় নিরীক্ষক। সেই চিঠিতে উল্লিখিত বিষয়ের সূত্র ধরে কমিশন জানিয়েছে, কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানির বিশেষ নিরীক্ষায় সময় বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুমতি দিতে সম্মতি জানিয়েছে।অপরদিকে, তাওফিকা ফুডস ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।

Share this news