অ্যাডভেন্ট ফার্মার সাথে অলটেক বায়োটেকের চুক্তি সই

Date: 2022-11-17 04:00:17
অ্যাডভেন্ট ফার্মার সাথে অলটেক বায়োটেকের চুক্তি সই
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মার সাথে অলটেক বায়োটেক পিভিটি লিমিটেড, ইউএস এর সাথে একটি চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, বাংলাদেশে অলটেকের লিয়াজোঁ অফিস উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত। অলটেক, সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচাল এবং অ্যাডভেন্ট ফার্মার ব্যবস্থাপনা পরিচাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।কোম্পানিটি আরও জানায়, তারা প্রথম বছর ৪ ধরনের পণ্য ৮ কোটি টাকার পণ্য রপ্তানি করবে।

Share this news