অয়েল ট্যাঙ্কার কিনবে এমজেএল বাংলাদেশ

Date: 2024-11-24 16:00:08
অয়েল ট্যাঙ্কার কিনবে এমজেএল বাংলাদেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ আফ্রাম্যাক্স অয়েল ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির পরিচালনা পর্ষদ পুরানো ট্যাঙ্কার ভেসেল এমটি ওমেরা লিগ্যাসি প্রতিস্থাপন করার অনুমোদন দিয়েছে।কোম্পানিটি ১১৫০০০ ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন আফ্রাম্যাক্স অয়েল ট্যাঙ্কার প্রতিস্থাপন করবে। যা ১২ থেকে ১৩ বছর স্থায়ী হবে।এই অয়েল ট্যাঙ্কার প্রতিস্থাপনে কোম্পানির ৪৫ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়ন মার্কিট ডলার ব্যয় হবে।

Share this news