অস্বাভাবিক দরবৃদ্ধির ২ শেয়ারের একটিকে নিয়ে বেশি সতর্কতার পরামর্শ

Date: 2023-06-25 21:00:09
অস্বাভাবিক দরবৃদ্ধির ২ শেয়ারের একটিকে নিয়ে বেশি সতর্কতার পরামর্শ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ডিএসই। এর কারণ জানতে চেয়ে ওই দুটি কোম্পানিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে কোম্পানিগুলোর মধ্যে একটি গতানুগতিক জবাবে জানিয়েছে সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। অন্যদিকে আরেক কোম্পানি এখনও কোনো জবাবই দেয়নি। যার ফলে ওই কোম্পানি নিয়ে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।এই নোটিশ কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগে সতর্কবার্তা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।খান ব্রাদার্সকোম্পানিটির শেয়ার দর সম্প্রতি অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই রোববার ২৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।ডিএসইতে গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা। যা ২৫ জুন বেড়ে শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা হয়।খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকোম্পানিটির শেয়ার দর গত ৭ জুন ছিল ৯ টাকা ৪০ পয়সা। যা ২২ জুন বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ৭০ পয়সায়। অস্বাভাবিক দর বাড়া ও লেনদেন হওয়ার জন্য কোম্পানিটির কাছে কারণ জানতে চাওয়ার নোটিশ পাঠালেও এখনো জবাব পায়নি ডিএসই।

Share this news