অর্থনীতির যে ২২ ঘটনা আপনার-আমার জীবনে প্রভাব ফেলেছে

Date: 2022-12-31 00:00:06
অর্থনীতির যে ২২ ঘটনা আপনার-আমার জীবনে প্রভাব ফেলেছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ডলারের চাহিদা বেড়ে যায়। এতে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১০৫ টাকায় দাঁড়িয়েছে। প্রথম দিকে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নির্ধারণ করলেও এখন ব্যাংকগুলো নিজেরাই দাম ঠিক করছে।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। চলতি বছর সংকটের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভ কমে আসে ৩৪ বিলিয়ন ডলারে। আমদানিতে কঠোর নীতিহঠাৎ আমদানি খরচ বেড়ে যাওয়ায় ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। ৩০ লাখ ডলারের বেশি ঋণপত্র খুলতে অনুমোদন নিতে হচ্ছে। শতাধিক পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসায় জাতীয় রাজস্ব বোর্ড। এতে কমে এসেছে আমদানির ঋণপত্র খোলা।

Share this news