অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Date: 2024-01-13 20:00:10
অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।রোববার (১৪ জানুয়ারি) সকালে অর্থমন্ত্রণালয়ে নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।এসময় বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম এবং ড. রুমানা ইসলাম।উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী। এতে আসনটি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।এর আগে আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this news