অর্থবছরের শুরুতে সুখবর দিল অ্যাপেক্স ফুড
শেয়ারবাজারে তালিকাভুক্ত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুডস লিমিটেড চলতি অর্থবছরের শুরুতে বিনিয়োগকারীদের সুখবর দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির রাজস্ব কমেছে ৪৮ শতাংশ। কিন্তু তারপরও কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯৮ শতাংশ।সোমবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি খরচ কমানোর কারণে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপেক্স ফুডসের ১ কোটি ১৪ লাখ টাকা মুনাফা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।আলোচ্য সময়ে কোম্পানিটির রাজস্ব আয় ৪৮ শতাংশ কমে ৫৭ কোটি ৭৩ লাখ টাকা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১০ কোটি ৮৬ লাখ টাকা।এদিকে, সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪৮ শতাংশ।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা টাকা। যা আগের অর্থবছরে ছিল ১ কোটি ১৮ লাখ টাকা।১৯৮১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডস সমাপ্ত অর্থবছরের জন্য এবছর ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল।সর্বশেষ তথ্য অনুযায়ি, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা। সেই হিসাবে এর মোট শেয়ার সংখ্যা ৫৭ লাখ ০২ হাজার ৪০০টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৬.০৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.৩৪ শতাংশ শেয়ার।