ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদের পদত্যাগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম মুর্শেদ।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা জানান, মুর্শেদের মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে এবং তিনি এই পদে আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গোলাম মুর্শেদ নিজেই হয়তো ব্যবসা শুরু করতে পারেন।