ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের বড় উত্থান

Date: 2022-12-29 04:00:19
ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের বড় উত্থান
দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন যাবত চলছে মন্দাভাব। তবে আগেরদিন বুধবার থেকে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজও দেশের শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ছিল। বছরের শেষদিন আজ বৃহস্পতিবার ওষুধ ও রসায়ন খাতের শেয়ার ছিল সবচেয়ে বেশি ইতিবাচক। শেষ দিনটি দিনটি আজ খাতটির জন্য ভালো কটেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে বড় লাফ দেখা গেছে। আজ এই খাতে শেয়ার দর বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। ওষুধ ও রসায়ন ৩৪টি কোম্পানির এই খাতটি লেনদেনের ক্ষেত্রে সব খাত ছাড়িয়ে শীর্ষে রয়েছে আজ। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৭.৯০ শতাংশ।এই খাতটি আজ লেনদেন এবং দর বৃদ্ধি উভয় দিক দিয়ে এগিয়ে রয়েছে। এই খাতের ওরিয়ন ইনফিউশন আজ শীর্ষ লেনদেনের তৃতীয় স্থানটি দখল করেছে। আজ কোম্পানিটির ২ লাখ ৯ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা। দর বৃদ্ধিতেও এই কোম্পানিটি এগিয়ে ছিল। এটি ছিল দর বৃদ্ধির তালিকায় তৃতীয় কোম্পানি। এর দর বেড়েছে পেয়েছে ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।এই খাতের ওরিয়ন ফার্মা আজ শীর্ষ লেনদেনের সপ্তম স্থানে রয়েছে। এই কোম্পানিটির ১১ লাখ ৭৩ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা।এই খাতের আরেক কোম্পানি নাভানা ফার্মা আজ শীর্ষ লেনদেনের নবম স্থান দখল করেছে। আজ কোম্পানিটির ১০ লাখ ৭৪ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা। দর বৃদ্ধিতেও এই কোম্পানিটি এগিয়ে ছিল। এই কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৫.৫৩ শতাংশ।কোহিনূর কেমিক্যাল আজ দর বৃদ্ধির চতুর্থ স্থানে রয়েছে। এই কোম্পানিটির ৩৯ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।এছাড়া, ওষুধ ও রসায়ন খাতে আজ দর বৃদ্ধিতে এগিয়ে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৮০ পয়সা বা ৩.২৫ শতাংশ, জেএমআই হসপিটালের ১ টাকা ১০ পয়সা বা ১.৩৫ শতাংশ, এমবি ফার্মার ৪ টাকা ১০ পয়সা বা ০.৮০ শতাংশ শতাংশ বেড়েছে।

Share this news