ওরিয়নের শেয়ারের দাপটে উত্থানে শেয়ারবাজার

Date: 2022-10-04 11:00:16
ওরিয়নের শেয়ারের দাপটে উত্থানে শেয়ারবাজার
আগের কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ১৩ পয়েন্ট। আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) সূচকে যোগ হয়েছে ২৬ পয়েন্ট। তারপরও আজ লেনদেন হওয়া ৩৬৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির। অপরিবর্তিত থাকা সিকিউরিটিজের মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি।আজ ওরিয়নের চার শেয়ারের দাপটে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। কোম্পানি চারটির মধ্যে বিকন ফার্মার শেয়ারের দাম বেড়েছে আজ ৮ দশমিক ৭২ শতাংশ। এরফলে কোম্পানিটি ডিএসইর সূচক বাড়িয়েছে ১৭ দশমিক ৫৭ পয়েন্ট।অন্যদিকে, ওরিয়ন ফার্মার শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ২৪ শতাংশ। এরফলে কোম্পানিটি ডিএসইর সূচক বাড়িয়েছে ৬ দশমিক ১৪ পয়েন্ট।এছাড়া, ওরিয়ন গ্রুপের আরও দুই শেয়ার কোহিনূর কেমিক্যাল ও ওরিয়ন ইনফিউশন ডিএসইর সূচকে যোগ করেছে আরও ৬ পয়েন্ট। কোম্পানি দুটির মধ্যে কোহিনূর কেমিক্যালের শেয়ার দাম বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। যার ফলে কোম্পানিটি ডিএসইর সূচকে যোগ করেছে ৩ দশমিক ১২ পয়েন্ট।অন্যদিকে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার দাম বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। এরফলে কোম্পানিটি ডিএসইর সূচকে আর যোগ করেছে ২ দশমিক ৭৬ পয়েন্ট।বাজার বিশ্লেষকরা বলছেন, আজ ওরিয়ন গ্রুপের শেয়ারগুলো ছিল আগের চেয়ে আরও বেশি গতিসম্পন্ন। শেয়ারগুলোর কিছুদিন যাবতই লাগামহীনভাবে বাড়ছে। আজ লাগামের গতি আরও বেড়েছে। বিনিয়োগকারীদের আজ সবার চোখ ছিল ওরিয়ন গ্রুপের শেয়ারে। যাদের কাছে শেয়ারগুলো আছে, তাদের মন ছিল উচ্ছ্বাসে ভরা। আর যাদের কাছে শেয়ারগুলো নেই, তাদের মন ছিল কৌতুহল ও শঙ্কায় আবিষ্ট।আজ শেয়ারবাজার উত্থান প্রবণতায় ফিরলেও আগের দিনের মতো বিপুল সংখ্যক কোম্পানির ক্রেতা না থাকার দৃশ্য দিনভর দেখা যায়। এরমধ্যে মৌলভিত্তির শেয়ার বৃটিশ অ্যামেরিকা ট্যোবাকো, গ্রামীণফোন, সিঙ্গার, ওয়াল্টন, স্কয়ার ফার্মা, রেনেটা ফার্মার শেয়ার লেনদেনের শুরু থেকে ক্রেতাহীন অবস্থায় থাকে।তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এলআর গ্লোবাল ওয়ানের কেবল কিছু লেনদেন হয়েছে। বাকিগুলোর মধ্যে কোনো কোনোটির একটিও না, কোনো কোনোটির নামকাওয়াস্তে ইউনিট হাতবদল হয়েছে। প্রায় সবগুলো মিউচ্যুয়াল ফান্ডই সারাদিন ফ্লোর প্রাইসে দাঁড়িয়েছিল।আজ লেনদেন হয়েছে এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় কিছু বেশি। আগেরদিন ১৩ পয়েন্ট সূচক পতনের দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ ৭২ হাজার টাকা।আজও যথারীতি লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। আগের দিন পতনের কবলে পড়া শেয়ারটির লেনদেন এক শ কোটি টাকার নিচে নামলেও আজ দর বাড়ার পর আবার লাফ দিয়ে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৮৪ লাখ ৩০ টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডে। লেনদেন হয়েছে ১২১ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টাকার।এই শীর্ষ দুই কোম্পানির লেনদেন ৩০০টি কোম্পানির সম্মিলিত লেনদেনের চেয়ে বেশি। এই দুই কোম্পানিতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৭৭ লাখ ৯২ হাজার টাকা।অন্যদিকে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে ৩০০টি মিলিয়ে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৭০ লাখ টাকার।আজ সবচেয়ে কম লেনদেন হওয়া ১০০টি কোম্পানিতে মিলিয়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ। ২০০টি কোম্পানি মিলিয়ে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা।

Share this news