ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ৯%
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারে প্রায় ৯ শতাংশ দরপতন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে গতকাল লেনদেনের শুরুতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৪০৬ টাকা ৯০ পয়সা। দিনশেষে শেয়ারটির দর ৩৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭২ টাকা ২০ পয়সায়। গতকাল কোম্পানিটির ৪ লাখ ৯৩ হাজার ৩৭৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিকমূল্য ১৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সায়। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ২২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাাক ১০ পয়সা।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৬৬ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওরিয়ন ইনফিউশন।