ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের নিরব কান্না

Date: 2023-02-18 00:00:12
ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের নিরব কান্না
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের কান্না আরও ঘনীভূত হচ্ছে। মাত্র দুই মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার ১১৮ টাকা থেকে হাজার টাকায় লেনদেনের রেকর্ড করেছিল। এরপর তিন মাসের মধ্যে ব্যাপক পতন ঘটিয়েও আরেক দফা নেগেটিভ রেকর্ড গড়ে। বর্তমানে কোম্পানির শেয়ার হাজার টাকা থেকে নেমে প্রায় তিন ভাগের এক ভাগে লেনদেন হচ্ছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ০১ আগস্ট ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ১১৭ টাকা ৭০ পয়সা। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন হয় হাজার টাকায়। এরপর চলে টানা দরপতন। ধারাবাহিক পতনে সাড়ে তিন মাসের মাথায় কোম্পানিটির শেয়ার দর ৩৬০ টাকার নিচে নেমে আসে। সেল প্রেসারে শেয়ারটির দর যেন প্রতিদিনই অনিবার্য হয়ে উঠেছে।ডিএসইর তথ্যে দেখা যায়, ২০১৫ সালে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ক্যাশ ১৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ১৪ শতাংশ। এরপর ২০২০ ও ২০২১ সালে ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিলেও নিয়ন্ত্রক সংস্থার পরামর্শে পরবর্তীতে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে রূপান্তর করা হয়।ওরিয়ন ইনফিউশনের পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি। বাজারে গুঞ্জন রয়েছে, প্রতিষ্ঠানটি মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যু করার চিন্তা-ভাবনা করছে।

Share this news