ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির ঝলক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির শেয়ার আজ বুধবার (২৮ ডিসেম্বর) ঝলক দেখিয়েছে। কোম্পানি দুটির শেয়ার আজ তেজিভাব নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে। কোম্পানি দুটির মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মা।এর মধ্যে ওরিয়ন ইনফিউশন গত কয়েক কার্যদিবস টানা ক্রেতাশুন্য ছিল। আজ কোম্পানিটির শেয়ার ঘুরে দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের প্রথমভাগে ক্রেতাশুন্য থাকলেও মধ্যভাগে বিক্রেতাশুন্য হয়ে পড়ে। যা লেনদেনের শেষভাগ পর্যন্ত অব্যাহত ছিল। এই সময়ে শেয়ারটি কেনার তালিকায় ছিল লাখের বেশি ক্রেতা।অন্যদিকে, ওরিয়ন ফার্মা গত কয়েক কার্যদিবস ফ্লোর প্রাইসে অবস্থান করেছে। গতকাল কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভাঙ্গার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে নতুন শক্তিতে সামনে এগিয়েছে।আজ ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ৩৯ টাকা বেড়ে ৪৮৫ টাকায় ক্লোজ হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৪৬ টাকায়। অন্যদিকে ওরিয়ন ফার্মার শেয়ারদর আজ ১ টাকা ৮০ পয়সা বেড়ে ৮১ টাকা ৬০ পয়সায় ক্লোজ হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছিল।