ও‌রিয়ন গ্রু‌পের দাপ‌টে সপ্তাহজু‌ড়ে উত্থা‌নে শেয়ারবাজার

Date: 2022-10-08 11:00:10
ও‌রিয়ন গ্রু‌পের দাপ‌টে সপ্তাহজু‌ড়ে উত্থা‌নে শেয়ারবাজার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচক বেড়েছে সা‌ড়ে ৫৬ পয়েন্ট। এমন উত্থানে সূচককে টেনে তোলার সর্বোচ্চ অবদান ছিলো চার কোম্পানির। এই চার অবদা‌নে সূচক বে‌ড়ে‌ছে ৬৩ প‌য়েন্ট। সূচক বৃদ্ধির এমন বড় চেষ্টায় থাকা চার কোম্পানির মধ্যে রয়েছে বিকন ফার্মা, ও‌রিয়ন ফার্মা, ও‌রিয়ন ইন‌ফিউশন এবং ক‌হিনুর কে‌মিক‌্যালস লি‌মি‌টেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮০ টাকা ৮০ পয়সায়।সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ও‌রিয়ন ইন‌ফিউশন লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫৩ টাকা ৬০ পয়সায়।সূচক বৃদ্ধিতে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ও‌রিয়ন ফার্মা‌সি‌টিক‌্যালস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ টাকায়।সূচক বৃদ্ধিতে ৪র্থ সর্বোচ্চ অবদান রেখেছে ক‌হিনুর কে‌মিক‌্যালস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮৬ টাকায়।

Share this news