ওজন কমানোর ওষুধে হাওয়া লেগেছে নভো নরডিস্কের শেয়ারে

Date: 2023-09-06 21:00:09
ওজন কমানোর ওষুধে হাওয়া লেগেছে নভো নরডিস্কের শেয়ারে
ওজন কমানোর ওষুধ ‘উইগোভি’ প্রস্তুত করে ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান ‘এলভিএমএইচকে’ পেছনে ফেলে ইউরোপের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্ক।গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বাজারে উইগোভি নামক ওষুধটি ছেড়েছে কোম্পানিটি। এদিকে জনপ্রিয় ওষুধটি যুক্তরাজ্যের বাজারে ছাড়ার খবর প্রকাশের পরই শুক্রবার (১ সেপ্টেম্বর) হু হু করে বাড়তে থাকে নভো নরডিস্কের শেয়ারের দাম।শুক্রবার (১ সেপ্টেম্বর) নভো নরডিস্কের শেয়ারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩১১ ড্যানিশ ক্রোন বা ১৯০ ডলারে লেনদেন শেষ হয়েছে যা বাংলাদেশি টাকায়, সেদিন কোম্পানিটির বাজার মূলধন ছিলো ৪২৮ বিলিয়ন ডলার।cwtওষুধটি এখন যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি উভয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পাওয়া যাচ্ছে।স্থূলত্বের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন ‘উইগোভি’ সপ্তাহে একবার নেওয়া হয়। এই ওষুধ নেওয়ার পর ব্যবহারকারীর মনে হয়, তাঁর পেট ভরা। তাই ব্যক্তি কম খায়। এতে ব্যক্তির ওজন কমে যায়।২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দেশটিতে এই ওষুধের অনুমোদন দেয়। এরপর হলিউড তারকাসহ সাধারণ মানুষকে এই ওষুধ ব্যাপকভাবে বিমোহিত করে।LankaBangla securites single pageএই ওষুধ ব্যবহারকারীদের মধ্যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তি রয়েছেন বলে খবরে বলা হয়।নভো নরডিস্ক হল ডায়াবেটিস এবং নতুন ওজন-হ্রাসের ওষুধের বাজারে বিক্রির দিক থেকে সবচেয়ে বড় উৎপাদক। বিশ্লেষকরা বলছেন যে কোম্পানিটির বিশ্বব্যাপী বার্ষিক বিক্রয় ১৩০ বিলিয়ন ডলার থেকে ১৪০ বিলিয়ন ডলার হবে।অন্যদিকে বাজারে কোম্পানির সবচেয়ে বড় প্রতিযোগী, ইন্ডিয়ানাপোলিস-ভিত্তিক এলি লিলি, স্থূলতার চিকিৎসার জন্য তার ডায়াবেটিস ওষুধ মাউঞ্জারো ব্যবহার করার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের জন্য আবেদন করেছে।

Share this news