অন্তর্বর্তী নগদ লভ্যাংশ বিতরণ করেছে বিএটিবিসি

Date: 2022-12-31 16:00:13
অন্তর্বর্তী নগদ লভ্যাংশ বিতরণ করেছে বিএটিবিসি
সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘোষিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ১০০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিএটিবিসির মোট আয় হয়েছে ২৬ হাজার ৫৭১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৪ হাজার ৪৪৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২ হাজার ১২৮ কোটি টাকা বা ৮ দশমিক ৭১ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা।

Share this news