অনাগ্রহে পতন শুধু ট্যানারি খাতে

Date: 2022-11-22 16:00:11
অনাগ্রহে পতন শুধু ট্যানারি খাতে
প্রথম দুই কার্যদিবসে পতন হলেও সপ্তাহের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক বেড়েছে। সে সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে। গতকাল সূচকের উত্থান হলেও বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় শুধু ট্যানারি খাতের শেয়ারদরে পতন হয়েছে। এছাড়া পাট, আর্থিক ও মিউচুয়াল ফান্ড খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারদর বেড়েছে।এদিন বিনিয়োগকারীদের বেশি আগ্রহ ছিল আইটি খাতের শেয়ারে। আলোচিত খাতটিতে শেয়ারদর বেশি বেড়েছে। এরপর বেড়েছে কাগজ ও মুদ্রণ খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেবা ও আবাসন এবং ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহের শীর্ষে থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৫ শতাংশ। এদিন খাতটিতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ৮টি কোম্পানির এবং ৩টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা কাগজ খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩টি কোম্পানির শেয়ারের এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। গতকাল শেয়ারদর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা সেবা খাতের শেয়ারদর ৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ২টির দাম বেড়েছে এবং ২টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে ছিল ভ্রমণ খাতের কোম্পানির শেয়ার। এ খাতে শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং বাকি কোম্পানিগুলোর শেয়ারদর অপরিবর্তিত ছিল।বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর কমেছে শুধু ট্যানারি খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে দশমিক ৫০ শতাংশ। এছাড়া মিউচুয়াল ফান্ড, আর্থিক এবং পাট খাতে শেয়ারদর বৃদ্ধি ও কমার হার সমান থাকায় কোনো পরিবর্তন ছিল না।অপরদিকে গতকাল সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে। ১৪ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া জীবন বিমা খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা বিবিধ খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে গতকাল ৭৬ কোটি ৭৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির।দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। গতকাল সিএসইতে ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news