অলটেক্স ফেব্রিক্সের মালিকানা কেনার আবেদন বাতিল

Date: 2022-09-12 14:25:48
অলটেক্স ফেব্রিক্সের মালিকানা কেনার আবেদন বাতিল
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্সের মালিকানা কেনার আবেদন করেছিল। সাধারণ বিনিয়োগ স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অলটেক্স ইন্ডাস্ট্রিজের আবেদন বাতিল করে দিয়েছে।বিএসইসি বলছে, প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসঙ্গতি, আইন লঙ্গন এবং অস্তিত্ব সংকটের অভিযোগ রয়েছে। তাই কোম্পানিটির মালিকানা কেনার আবেদন বাতিলের সঙ্গে অলটেক্স ফেব্রিক্সের আইন লঙ্ঘন ও নানা অসঙ্গতির বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে বিএসইসি।বিএসইসি সূত্র জানায়, অতালিকাভুক্ত অলটেক্স ফেব্রিক্স লিমিটেডের ৯৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার কিনতে আবেদন করেছিল তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাষ্ট্রিজ।১৯৯৬ সালে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার।মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০ দশমিক ৭৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৮৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮দশমিক ৪০ শতাংশ শেয়ার।

Share this news