অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ার বিক্রির চাপ: লেনদেন ৫২ কোটি টাকা

Date: 2024-01-05 16:00:08
অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ার বিক্রির চাপ: লেনদেন ৫২ কোটি টাকা
অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ২৭ শতাংশ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকা ৫০ পয়সা। এরপর গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ১৫ টাকা ৮০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে ২১ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক শ্রেণির বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ কারণে কোম্পানিটির শেয়ারের দরপতনের সঙ্গে লেনদেনও বেড়েছে।চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে একই লোকসান ছিল। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান হয়েছিল ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫ পয়সায়।২০১৯-২০ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। ওই হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে বিক্রি হয়েছিল ১১০ কোটি ৩৭ লাখ টাকা।

Share this news