অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘ট্রিপল এ’ ও ‘এসটি-ওয়ান’

Date: 2022-12-15 16:00:10
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘ট্রিপল এ’ ও ‘এসটি-ওয়ান’
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৬ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সায়।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ১৯ পয়সা, যা এর আগের বছরে ছিল ১০ টাকা ১৩ পয়সা।এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ৬৮৭ কোটি ৮ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯৬ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৯০ কোটি ৫৩ লাখ টাকা বা ৩৮ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ২২ লাখ টাকা বা ১২ দশমিক ৬৫ শতাংশ। প্রথম প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৭ পয়সায়।১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭২৩ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। এর মধ্যে ৪০ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২২ দশমিক ৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২০ দশমিক ৭৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৫ দশমিক ৭৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Share this news