অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ

Date: 2023-06-27 21:00:08
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ
খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পর্ষদে নতুন দুজন পরিচালক নিয়োগ করা হয়েছে। তারা হলেন আহাদ মোহাম্মদ ভাই ও আসার আজিজ এম ভাই। তারা দুজনেই মেসার্স অ্যাম্বি লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে দায়িত্ব পালন করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬৩ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সায়। সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

Share this news