অব্যাহত পতনের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করবে বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিনিয়োগকারীরা।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজান উর রশিদ চৌধুরী এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।