অবশেষে বাড়লো আদানি গ্রুপের শেয়ার দর
![অবশেষে বাড়লো আদানি গ্রুপের শেয়ার দর](https://stocknews.zubaer.com/images/stock-news-bangladesh-zubaer.jpg)
আদানি গ্রুপ অব কোম্পানিজে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সংস্থা জিকিউজি পার্টনারস। এতে শুক্রবার (৩ মার্চ) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, মার্কিন সংস্থাটির বিনিয়োগে তহবিল আকৃষ্ট করার জন্য আদানি গ্রুপের সক্ষমতা নিয়ে উদ্বেগ কমেছে। ইতোমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে আরও রোড শো করার উদ্যোগ নিয়েছে গ্রুপটি।গত জানুয়ারির শেষ দিকে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করে হিনডেনবার্গ রিসার্চ। সেই থেকে ১৩০ বিলিয়ন ডলার বাজার মূল্য হারিয়েছে তার ৭টি কোম্পানি। এরপর এই প্রথম এত বড় বিনিয়োগ পেলেন তিনি।প্রতিবেদনে হিনডেনবার্গ রিসার্চ উল্লেখ করে, কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন আদানি। এভাবে অবৈধ পথে ধনী হয়েছেন তিনি। এরপর তার শেয়ারের মূল্য ব্যাপক হ্রাস পায়।পরিপ্রেক্ষিতে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি স্থগিত করে গ্রুপটি। তবে শুরু থেকেই ইউএস আর্থিক পর্যবেক্ষণ সংস্থার অভিযোগ অস্বীকার করে আসছেন আদানি।কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের বিশ্লেষকরা বলেছেন, জিকিউজি’র চুক্তি আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণ পরিশোধের জন্য তহবিল সংগ্রহে সক্ষমতা সম্পর্কে উদ্বেগ কমাতে পারে।রয়টার্সের হাতে আসা তথ্য অনুসারে, চলতি মাসে লন্ডন, দুবাই এবং মার্কিন কিছু শহরে রোড শো করবে আদানি গ্রুপ। যার লক্ষ্য হচ্ছে, প্রচার চালিয়ে গ্রুপটিতে বিনিয়োগে ব্যবসায়ীদের আকৃষ্ট করা।বৃহস্পতিবার (২ মার্চ) জানা যায়, ভারতীয় শীর্ষস্থানীয় গ্রুপের মোট চারটি কোম্পানির শেয়ার কিনেছে জিকিউজি।সেগুলো হলো- আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি ট্রান্সমিশন লিমিটেড এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেড।তাতে পরের দিন আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। আর আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। এছাড়া আদানি ট্রান্সমিশন লিমিটেড এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৫ শতাংশ।