ন্যাশনাল টির সাবস্ক্রিপশন স্থগিত করেছে বিএসইসি

Date: 2023-07-14 10:00:08
ন্যাশনাল টির সাবস্ক্রিপশন স্থগিত করেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির পরিকল্পনায় সম্প্রতি সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে কোম্পানির বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এ মূলধন বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। তবে এ বিষয়ে উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির। এজন্য বিএসইসির নির্দেশনা অনুসারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটির সাবস্ক্রিপশন স্থগিত রাখা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। তথ্য অনুসারে, কোম্পানির বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে সাধারণ শেয়ার ইস্যুর জন্য সাবস্ক্রিপশন শুরু হওয়ার কথা ছিল ১০ জুলাই, যা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছিল কোম্পানিটি। এ প্লেসমেন্ট শেয়ারসংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ মে। শেয়ার ইস্যুর ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Share this news