ন্যাশনাল টি’র বিষয়ে সতর্ক করল ডিএসই

Date: 2024-09-11 01:00:09
ন্যাশনাল টি’র বিষয়ে সতর্ক করল ডিএসই
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।উল্লেখ্য, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭০ টাকা ৫০ পয়সা। আর আজ ১১ সেপ্টেম্বর শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭৭ টাকা ৩০ পয়সা বা ৬৫ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Share this news