নয়দিনে কোহিনূর কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ৫৪%

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর মাত্র নয় কার্যদিবসের ব্যবধানে প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও অস্বাভাবিক হারে বাড়ছে। যদিও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। তার পরও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক হারে লেনদেন থেমে নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৮ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪১০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৩১ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২১ টাকা ১০ পয়সা বা ৫৩ দশমিক ৮৫ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৪ লাখ ৩৩ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ২৪ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ১৩ পয়সা বা ২৯ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৮২ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৫ টাকা ৫৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ টাকা ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও বাকি ২০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।১৯৮৮ সালে শেয়ারবাজারে আসা কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৯ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৮৬৩। এর ৫০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৬১ টাকা ৩০ পয়সা থেকে ৬৩৩ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৫৯ দশমিক ৯৩, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫১ দশমিক ২৭।