নতুন ঠিকানায় সিঙ্গার বিডির করপোরেট অফিস

Date: 2024-05-20 21:00:09
নতুন ঠিকানায় সিঙ্গার বিডির করপোরেট অফিস
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেড করপোরেট অফিস নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির করপোরেট অফিস গুলশান সেন্টার পয়েন্টের ২১ তলায় স্থানান্তর করা হয়েছে। যার পূর্ণ ঠিকানা- রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর রোডের হাউস নং ২৩-২৬।সোমবার (২০ মে) থেকে কোম্পানিটির করপোরেট অফিসের নতুন ঠিকানায় থেকে কার্যক্রম শুরু হয়েছে।

Share this news