নতুন করে ফ্লোর প্রাইসে দাম কমল যে সকল শেয়ারের
![নতুন করে ফ্লোর প্রাইসে দাম কমল যে সকল শেয়ারের](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5711/share-w.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬৯টি কোম্পানির শেয়ারে আবারও ফ্লোর প্রাইস বেধেঁ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির এই নির্দেশনা আজ বৃহস্পতিবার (০২ মার্চ) থেকে কাযকর হয়েছে। এরমধ্যে যে সকল কোম্পানির শেয়ারদর নতুন করে নির্ধারিতর ফ্লোর প্রাইসেই আটকে আছে, সে কোম্পানিগুলোর শেয়ারদর কমার সুযোগ নেই।কিন্তু এই ১৬৯টি কোম্পানি শেয়ার দর থেকে গত ২২ ডিসেম্বর ফ্লোর প্রাইস বাতিল করেছিল বিএসইসি। সর্বনিন্ম শেয়ারদর কমার ক্ষেত্রে ১ শতাংশ সার্কিট ব্রেকার বেধেঁ দিয়ে এ নির্দেশনা দিয়েছিল বিএসইসি। এতে করে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছিল। সর্বশেষ তথ্যমতে ২৬টি কোম্পানির শেয়ারদর আগের নির্ধারিত ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হয়েছে।বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এই কোম্পানিগুলোর নতুন করে আর ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়নি। অর্থাৎ আগের প্লোর প্রাইসই এই কোম্পানিগুলোর শেয়ারের জন্য বহাল থাকবে।গতকাল বুধবার বিএসইসি আবারও ফ্লোর প্রাইস বেধেঁ দিয়ে নির্দেশনা জারি করেছে। যার প্রভাব আজ বাজারে কিছুটা দেখা গেছে, ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্য থেকে আজ কিছু কোম্পানির শেয়ারদর কমেছে।ডিএসইর তথ্য মতে আজ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সের দর ৯.৬৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের দর ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের দর ৮.১০ শতাংশ, ফাস ফাইনান্সের দর ৬.৮৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দর ৫.১৭ শতাংশ, উসমানিয়া গ্লাসের পর ৪.৬৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর ৪.৪৬ শতাংশ, আইসিবি সেকেন্ড এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ৪.৩৯ শতাংশ, বিআইএফসি ৪.০৪ শতাংশ, এমারেল্ড অয়েলের দর ৩.৮৪ শতাংশ কমেছে।