নতুন হুস্ক বয়লার চালু করবে এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ নতুন হুস্ক বয়লারে উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী ১১ মে নতুন হুস্ক বয়লারে উৎপাদন শুরু করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটি নতুন হুস্ক বয়লার চালুর পর দৈনিক উৎপাদনে আর কোনো বাধা থাকবে না।