নতুন এমডি নিয়োগ দেবে ডিএসই

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিএসইর ওয়েবসাইড সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানটি ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি নিয়োগ দেবে। এ পদের জন্য আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। আগামী ৬ নভেম্বরের মধ্যে ডিএসইর মানবসম্পদ বিভাগীয় প্রধান বরাবর আবেদন পাঠাতে হবে।ডিএসইর এমডি পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে ৩টি শর্ত রয়েছে। শর্তগুলোর যেকোনো একটি অবশ্যই প্রার্থীকে পরিপালন করতে হবে। প্রথম শর্ত হলো-ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনে ব্যাচেলর ডিগ্রিসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। দ্বিতীয়টি হলো, সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবী সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা। এবং তৃতীয়টি শর্ত হলো শেয়ারবাজার নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যতিক্রম প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য হবে। এছাড়া আবেদনকারীকে মূল্যায়ন করার সময় ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।চলতি বছরের ২৩ আগস্ট ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠান সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া। পদত্যাগপত্রে তিনি জানান, ‘আমি ৩ বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে নিয়োগ পেয়ে গত ১৩ মাস অতিক্রম করেছি। এ সময়ে আমি ডিএসইতে আমার স্বাধীনমত করে কাজ করতে পারিনি। যা করেছি তাতেও নানা আপত্তির মুখে পড়েছি। তাই আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি।’তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগের একদিন পর ২৫ আগস্ট ডিএসইর জরুরি পরিচালনা পর্ষদ সভায় তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করে। তবে ২৪ আগস্ট ডিএসইর এমডির পদত্যাগের বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর কাছে ব্যাখ্যা তলব করে।তারিক আমিন ভূঁইয়া ২০২১ সালের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন। তিনি প্রযুক্তি খাতের একজন বিশেষজ্ঞ। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় বিএসইসি। কিন্তু ১৩ মাসের মাথায় তিনি পদত্যাগপত্র দিলেন।এর আগে ২০২০ সালের ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগ পত্র জমা দেন।