নতুন দুই পরিচালক পেল সিএসই

দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৮তম বার্ষিক সাধারণ সভায় দুটি শেয়ারহোল্ডার পরিচালক পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডাররা ভোট প্রদান করেন।নির্বাচনে পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি কে ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম সিএসইর পরিচালক হিসেবে নির্বাচিত হন।চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।