নড়েচড়ে বসেছে বিমা খাত

Date: 2023-01-14 20:00:07
নড়েচড়ে বসেছে বিমা খাত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৩৫.৪৫ পয়েন্ট। পাশাপাশি লেনদেন হয়েছে ৭১১ কোটি ২৯ লাখ টাকা। এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৭ লাখ টাকা। এই হিসাবে আজ লেনদেন বেড়েছে ২০৩ কোটি ৭২ লাখ টাকা।ডিএসইতে থাকা ২০টি খাতের মধ্যে আজ সূচক ও লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত। অর্থাৎ বিমা খাতের সৌজন্যে বাজার চাঙ্গা প্রবণতায় ফিরে আসে।এই খাতে সর্বমোট ৫৬টি কোম্পানির রয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির বা ৮৫.৭১ শতাংশ কোম্পানির, দর কমেছে ৪টির বা ৭.১৪ শতাংশ কোম্পানির, দর অপরিবর্তিত রয়েছে ৪টির বা ৭.১৪ শতাংশ কোম্পানির। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৬ টাকা বা ৯.৭৭ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্সের ১ টাকা ৮০ পয়সা বা ৭.৮৬ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ২ টাকা বা ৭.৭৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪ টাকা ৫০ পয়সা বা ৭.৭১ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ২ টাকা ৯০ পয়সা বা ৬.৫৫ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ২ টাকা বা ৬.২৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৪ টাকা ৮০ পয়সা বা ৬.১৪ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ৫.৯৯ শতাংশ।

Share this news