নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর কমেছে ২২%

Date: 2023-07-07 17:00:05
নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর কমেছে ২২%
পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ শতাংশের বেশি কমেছে। এর ভিত্তিতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ শেয়ারদর হারানোর তালিকায় কোম্পানিটি শীর্ষে অবস্থান করছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ২১৮ টাকা ২০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫ টাকা ৯০ পয়সা বা ২২ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ৬০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৩২ লাখ ১১ হাজার ২০০ টাকা। এর আগে সম্প্রতি শেয়ারদর বৃদ্ধি ও অতিমাত্রায় লেনদেন বৃদ্ধি পাওয়ায় এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে ই-মেইল, কুরিয়ার ও চিঠি পাঠায় ডিএসই। কিন্তু এ বিষয়ে ডিএসইকে কোনো ব্যাখ্যা দেয়নি বস্ত্র খাতের কোম্পানিটি। তথ্য অনুসারে, গত ২৯ মে কোম্পানিটির কাছে ই-মেইল ও কুরিয়ারের মাধ্যমে সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা জানতে চায় ডিএসই। তবে এ বিষয়ে কোম্পানিটি ডিএসইকে কিছুই না জানালে পরবর্তী সময়ে তাদের অফিসের ঠিকানায় চিঠি পাঠায় এক্সচেঞ্জটি। কিন্তু এ চিঠিরও কোনো জবাব দেয়নি কোম্পানিটি।কোম্পানিটি সর্বশেষ ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৭ টাকা ১৫ পয়সা। ২০১৭-১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি পাট খাতের স্বল্প মূলধনি কোম্পানিটি। তার আগের হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এছাড়া ২০১৫-১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদ ও ২০১৪-১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা নর্দান জুট ম্যানুফ্যাকচারিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ লাখ ৪২ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ ও বাকি ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১৯১ টাকা ৩০ পয়সা থেকে ৩৫৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

Share this news