নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৩ জনের ৮০ লাখ টাকা জরিমানা

Date: 2023-12-17 16:00:09
নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৩ জনের ৮০ লাখ টাকা জরিমানা
শেয়ার লেনদেনে অনিয়মের দায়ে নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানসহ তিন বিনিয়োগকারীকে ৮০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।গত ৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে বিএসইসি নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল হককে দুটি কারণে ৪০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।বিএসইসি সূত্রে জানা গেছে, নিটল ইন্স্যুরেন্সের শেয়ার ব্যবসায় অনিয়মের সঙ্গে জড়িত থাকার জন্য একেএম মনিরুলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উখটান এন্টারপ্রাইজ লিমিটেডের সম্পৃক্ততার জন্য আরেকটি সমপরিমাণ অর্থ আরোপ করা হয়েছে, যেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উখটান এন্টারপ্রাইজ লিমিটেড নিটল ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক।নিটল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে অনিয়মের অভিযোগে কমিশন অন্য দুই বিনিয়োগকারী ওয়াসফিয়া তাবাসসুম হক ও সালওয়া তাবাসসুম হককে ২০ লাখ টাকা করে জরিমানা করেছে।সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত একেএম মনিরুল হকের কাছে নিটল ইন্স্যুরেন্সের ৩২ লাখ ১৬ লাখ শেয়ার ছিল ওই সময়ে উখটান এন্টারপ্রাইজ 8 লাখ শেয়ারের মালিক ছিল।

Share this news