নিপ্রো কর্পোরেশনে মনোনীত পরিচালক নিয়োগ দিয়েছে জেএমআই সিরিঞ্জ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস নিপ্রো কর্পোরেশনের (ওসাকা, জাপান) মনোনীত পরিচালক নিয়োগ দিয়েছে। কোম্পানিটি কাটশুসীকো ফুজির পরিবর্তে হিরোসী সাইতোকে মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, হিরোসী সাইতোকো অন্তর্বতীকালীন মনোনীত পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।কোম্পানিটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমতির পর মনোনীত পরিচালকের পদ গ্রহণ করতে পারবে হিরোসী সাইতোকো।