নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালী পেপার
শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।রোববার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত বছরের ২৬ অক্টোবর সর্বশেষ হিসাববছরের জন্য (৩০ জুন,২০২২) ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে সোনালী পেপার। পরবর্তীতে ১৫ ডিসেম্বর কোম্পানির সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছিল।আলোচ্য বছরে (২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০৭ পয়সা। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়।