নাভানা ফার্মার শেয়ারদর বেড়েছে ১১৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আলোচ্য সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির দর বেড়েছে ১১৪ শতাংশের বেশি। মূলত গত মাসে পুঁজিবাজারে লেনদেন শুরু করা কোম্পানিটির এ দর বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।বাজার বিশ্লেষণে দেখা যায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর গত সপ্তাহের শুরুতে ছিল ৫১ টাকা ১০ পয়সায়। সপ্তাহ শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৮ টাকা ৫০ পয়সা বা ১১৪ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে সপ্তাহ শুরুর দিনই বৃদ্ধি পায় ৭৮ শতাংশ।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৫২ পয়সা।