নারীদের অংশগ্রহণে শেয়ারবাজার আরও এগিয়ে যাবে

Date: 2023-08-08 01:00:06
নারীদের অংশগ্রহণে শেয়ারবাজার আরও এগিয়ে যাবে
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন শেয়ারবাজার নারীদের অংশগ্রহণে আরও এগিয়ে যাবে।মঙ্গলবার (০৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত `পুঁজিবাজারে নারী অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হব।বিএসইসির কমিশনার বলেন, নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে।এছাড়াও যে সকল নারী শিল্প উদ্যোক্তা। তারা চাইলে শেয়ারবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারে।তাই নারীদের কাছে শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার।

Share this news