নামমাত্র উত্থানে চাহিদার শীর্ষে সেবা খাত
টানা তিন কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের নামমাত্র উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারের সবগুলো সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নামমাত্র উত্থানে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে উঠে এসেছে সেবা ও আবাসন খাতের শেয়ার। ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর শেয়ারদর বেশি বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে সিমেন্ট এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা সেবা খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৬০ শতাংশ। এদিন খাতটিত মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির এবং ১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা ভ্রমণ খাতের শেয়ারদর গতকাল বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির শেয়ারের এবং ১টির শেয়ারদর কমেছে। গতকাল শেয়ারদর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতের শেয়ারদর দশমিক ৭০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ১টির দাম বেড়েছে এবং ২টির শেয়ারদর কমেছে। এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে রয়েছে ওষুধ খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ারদর বেড়েছে দশমিক ৪০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৪টি কোম্পানির শেয়ারদর কমেছে।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে পাট খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে ২ দশমিক ৭০ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতের শেয়ারদর কমেছে ২ দশমিক ২০ শতাংশ। ১ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমে গতকাল তৃতীয় স্থানে ছিল ট্যানারি খাত।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতে গতকালডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। ৯ দশমিক ৯০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা কাগজ খাতে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসাবে ডিএসইতে ২২০ কোটি ৯১ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে।গতকাল ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ২২৭ টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। গতকাল সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।