নামমাত্র উত্থান হলেও লেনদেন কমেছে

Date: 2022-10-20 03:00:18
নামমাত্র উত্থান হলেও লেনদেন কমেছে
আগের টানা ৫ কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০অক্টোবর) নামমাত্র উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক সামান্য বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৭.৬৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫২ বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭.০২ পয়েন্টে।ডিএসইতে আজ ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ০৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির বা ১৬.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২১.৪৯ শতাংশের এবং ২২৫টির বা ৬১.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০.৪৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০.৩১ পয়েন্টে। সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ৯১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news