নাম পরিবর্তন করবে ও মূলধন বাড়াবে সাউথবাংলা ব্যাংক

Date: 2023-02-28 16:00:14
নাম পরিবর্তন করবে ও মূলধন বাড়াবে সাউথবাংলা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সাউথবাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংকের পরিবর্তে ‘এসবিএসি ব্যাংক পিএলসি’ নাম রাখবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, এ কারণে কোম্পানিটির সংঘস্বারকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াবে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।সাউথবাংলা ব্যাংক রেকর্ড ডেট এবং সভা সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।

Share this news