মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতিতে বৈশ্বিক পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা

Date: 2022-09-11 05:39:29
মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতিতে বৈশ্বিক পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা
গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। মূলত ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকপ্রধানের মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি বিশ্ব পুঁজিবাজারের ইতিবাচক ভূমিকা রেখেছে।ইউরোপের অন্যতম পুঁজিবাজার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত শুক্রবারে ৮৯ পয়েন্ট বেড়েছে। পাশাপাশি জার্মানির ব্লুচিপ সূচক ডিএএক্স ১৮৪ পয়েন্ট এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ৮৬ পয়েন্ট বেড়েছে। এছাড়া ডেনমার্ক, পোল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পর্তুগাল, অস্ট্রিয়া ও সুইডেনের পুঁজিবাজারও এ সময়ে ঊর্ধ্বমুখী ছিল।গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ৩৭৭ পয়েন্ট বেড়েছে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬১ পয়েন্ট ও নাসডাক সূচক ২৫০ পয়েন্ট বেড়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এ অঞ্চলের আর্জেন্টিনা, পেরু, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, চিলি ও কলম্বিয়ার পুঁজিবাজারের সূচকও বেড়েছে।ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের পাশাপাশি গত শুক্রবার এশিয়ার বাজারেও ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ অঞ্চলের অন্যতম প্রধান পুঁজিবাজার জাপানের নিক্কেই ২২৫ সূচক গত শুক্রবার ১৪৯ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ভারতের বিএসই সেনসেক্স সূচকেও ১০৫ পয়েন্ট যোগ হয়েছে। ভিয়েতনামের হ্যাং সেং সূচক বেড়েছে ৫০৮ পয়েন্ট। আর চীনের সাংহাই সূচক ২৬ পয়েন্ট বেড়েছে। এছাড়া এ অঞ্চলের জাপান, হংকং, তাইওয়ান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলংকা ও মালয়েশিয়ার পুঁজিবাজারেও পয়েন্ট যোগ হয়েছে।গত শুক্রবার মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের পুঁজিবাজারেও ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছে। এ সময় বাহরাইন, জর্ডান, লেবানন ও মাল্টার পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে সৌদি আরব, কাতার ও ওমানের পুঁজিবাজারে প্রধান সূচকগুলো পয়েন্ট হারিয়েছে এ সময়ে।বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ব্যাংকটি সামনের দিনগুলোতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়েল দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিশ্বের শীর্ষ অর্থনীতির এ দুই দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণের বিষয়টিকে বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। যদিও পাওয়েলের বক্তব্যের পর পুঁজিবাজারে কিছুটা অস্থিরতা দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে।

Share this news