মূল্যবৃদ্ধিতে একই মালিকের দুই কোম্পানির দাপট

Date: 2023-07-04 17:00:09
মূল্যবৃদ্ধিতে একই মালিকের দুই কোম্পানির দাপট
সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসের সীমা থেকে বেরিয়ে শেয়ারবাজারে লেনদেনে এখন নেতৃত্ব দিচ্ছে ফু-ওয়াং ফুড। গতকাল মঙ্গলবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল কোম্পানিটি। এর আগে সোমবারও এটি ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে ছিল।ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে গত ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে আটকে ছিল। ফলে কোম্পানিটির শেয়ারের খুব বেশি হাতবদল হয়নি। ফ্লোর প্রাইসের সেই সীমা ভেঙে গত সোমবার প্রথম বাড়তি দামে লেনদেন শুরু হয় কোম্পানিটির। তাতে হাতবদল হওয়া শেয়ারের সংখ্যাও বেড়ে যায়। তাতে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যায় কোম্পানিটির শেয়ারের প্রতি। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা দাম বেড়েছে। গত দুদিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ বা ৩ টাকা বেড়েছে। গত দুদিনেই ঢাকার বাজারে ফু-ওয়াং ফুডের শতকোটি টাকার শেয়ারের হাতবদল হয়। এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে প্রায় ৪২ কোটি টাকার। আর সোমবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি টাকার শেয়ার।ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ফু-ওয়াং ফুড ও এমারেল্ড অয়েলের বদৌলতে শেয়ারবাজারের লেনদেনে এখন আধিপত্য বিস্তার করছে খাদ্য খাতের কোম্পানিগুলো। ঢাকার বাজারের গতকালের লেনদেনের ১৮ শতাংশ বা ১০২ কোটি টাকাই ছিল এ খাতের দখলে। খাদ্য খাতের ১০২ কোটি টাকার লেনদেনের মধ্যে অর্ধেকের বেশি বা ৫৭ কোটি টাকাই ছিল ফু-ওয়াং ফুড ও এমারেল্ড অয়েলের। শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের এ দুই কোম্পানির বেশির ভাগ মালিকানা এখন মিনোরি বাংলাদেশ নামের একটি কোম্পানির হাতে।বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে কারসাজির মাধ্যমে এমারেল্ড অয়েলের শেয়ারের দাম বাড়ানো হচ্ছে। গত ছয় মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে সাড়ে চার গুণ হয়ে গেছে। এমারেল্ড অয়েলের শেয়ারের দামের অস্বাভাবিক এ উত্থানের পর এখন ফু-ওয়াং ফুডের শেয়ারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, দুই বছরের মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের সর্বোচ্চ বাজারমূল্য ছিল গত বছরের ৭ জুলাই—সাড়ে ২৬ টাকা। এক বছরের ব্যবধানে গতকাল কোম্পানিটির শেয়ারের দাম আবার সেই একই অবস্থানে উঠেছে; অর্থাৎ কোম্পানিটির শেয়ারের গত দুদিনের মূল্যবৃদ্ধি এটিকে আবারও এক বছর আগের সর্বোচ্চ দামে নিয়ে গেছে।এদিকে ফু-ওয়াং ফুডের উত্থানের দিন গতকাল ডিএসইর সূচকও উত্থানের ধারায় ফিরেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩ পয়েন্ট বেড়েছে। তবে কমে গেছে লেনদেনের পরিমাণ। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮০ কোটি টাকা কম।

Share this news