মূল্য সংবেদনশীল তথ্য নেই অলিম্পিক এক্সেসরিজের

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা ৬ পয়সা। আর রোববার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৮ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর ৫ টাকা ২ পয়সা বেড়েছে।সর্বশেষ চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১৩ পয়সা লোকসান হয়েছিল।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩৬ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২১ পয়সা