মূল্য সংবেদনশীল তথ্য নেই লিবরা ইনফিউশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৮০৭ টাকা। ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৯৮০ টাকা ৭০ পয়সা উন্নীত হয়।এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।