মূলধন বৃদ্ধির অনুমতি পেল ব্র্যাক ব্যাংক

Date: 2023-08-07 21:00:08
মূলধন বৃদ্ধির অনুমতি পেল ব্র্যাক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক মূলধন বৃদ্ধির অনুমতি পেয়েছে। গত ১২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পষর্দের এক সভায় মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার তাতে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে বর্তমান ২ হাজার কোটি টাকা মূলধনের সাথে অনুমোদিত মূলধন বাড়বে আরও ৩ হাজার কোটি টাকা। ফলে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকায় উন্নীত হবে।তবে তালিকাভুক্ত কোন কোম্পানির মূলধন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই অনুমতি পেল ব্র্যাক ব্যাংক।

Share this news